করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম।
গতকাল বৃহস্পতিবার তিনি চমেক হাসপাতালে ভর্তি হলেও বিষয়টি জানা যায় শুক্রবার রাতে। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, ‘এমএ সালাম করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হন। এখন অনেকটা সুস্থ আছেন তিনি। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছেন।’
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)