চট্টগ্রামে আন্তর্জাতিক পার্লামেন্ট ২০২৪ইং উদযাপিত
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফটি পেইস অ্যান্ড জাস্টিস বাংলাদেশ এর উদ্দ্যাগে আন্তর্জাতিক পার্লামেন্ট দিবস উদযাপন
গতকাল ৩০ শে জুন রবিবার, আন্তর্জাতিক পার্লামেন্ট দিবস ২০২৪ ইং উৎযাপিত হয়েছে। বিকাল ৫ ঘটিকার সময় চট্টগ্রামস্থ এ, এম, বি, আলহাজ্ব জহুর চৌধুরীর এক অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, পরিচালক দক্ষিণ পূর্ব এশিয়ার (Ipspj) আন্তজাতিক বিষয়ক এ, এম, বি,আলহাজ্ব জহুর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এডভোকেট (THRC) বাংলাদেশ এম,এ, হাশেম রাজু , বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, পরিচালক, মহিলা ও শিশু বিষয়ক (TPSPJ) Amb তাহেরা শারমিন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম, AMb বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও পরিচালক মিডিয়া মোঃ ইব্রাহিম, Amb ভাইস প্রেসিডেন্ট (IPSPJ) নূর মোহাম্মদ, আন্তর্জাতিক বিষয় ও পরিচালক (IPSPJ) সভাপতিত্ব Amb মোহাম্মদ আমির হোসেনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)
কমেন্ট করুন