চসিক প্রশাসকের সাথে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়
অক্টোবরের মধ্যেই চট্টগ্রাম হবে স্বপ্নের শহর
—খোরশেদ আলম সুজন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রাম নগরী আগামী ২মাসের মধ্যে বিশে^র উন্নত দেশের শহরে পরিণত হবে। চট্টগ্রামকে স্বপ্নের শহরে পরিণত করার জন্য সকল ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, নগরীর যে কোন সমস্যা যথা রাস্তা ঘাট, বিদ্যুৎ, গ্যাস, জলাবদ্ধতা ইত্যাদি আমাকে সরাসরি জানাবেন। সাথে সাথে সকল সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য তিনি তাঁর মোবাইল, ফেইসবুক সব সময় নগরবাসীর জন্য উম্মুক্ত বলে ঘোষণা দেন। তিনি কাশেম-নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান আলহাজ¦ হাসান মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অদ্য ১৬ আগষ্ট রবিবার দুপুর ১২টায় চসিক প্রশাসকের কার্যালয়ে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাথে মতবিনিময়কালে চসিক প্রশাসক উপরোক্ত কথা বলেন।
মতবিনিময় কালে আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ হাসান মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা হিসেবে খোরশেদ আলম সুজনকে চসিক প্রশাসক নিয়োগ করায় শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম প্রতিটি বিষয় ও প্রতিটি এলাকার ইতিহাস সুজন ভাইয়ের জানা রয়েছে। তাই তিনি অল্প সময়ে প্রচুর কাজ করে চট্টগ্রামকে আধুনিক শহরে পরিণত করতে পারবে।
আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী কাশেম-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে চসিক সেবকদের জন্য পোশাক বাবদ বিশ লক্ষ টাকা এবং পাহাড়তলী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সদস্যদের সাথে নিয়ে তিনি আর্থিক অনুদানের চেক চসিক প্রশাসকের হাতে তুলে দেন। এছাড়াও চসিকের যে কোন প্রয়োজনে এবং যে কোন কাজে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান হাসান মাহমুদ চৌধুরী।
সৌজন্য স্বাক্ষাত এবং মতবিনিময়ের জন্য চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি ইউসুফ সিকদার, সহ সভাপতি আলহাজ্ব আহসানুল করীম, যুগ্ম সম্পাদক ফজলে আহাদ, সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন, অর্থ সম্পাদক ওসমানগণি, নুরুল আফসার, তরিকুল ইসলাম সেন্টু, (৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন নিজু),এডভোকেট আবুল হাসেম, আব্বাস উদ্দিন, এম এ মান্নান ও এনামুল হাসান প্রমুখ।
এসময় চসিক প্রশাসক আরো বলেন, ফয়েজ লেককে আধুনিকায়নের মাধ্যমে ভাটিয়ারী পর্যন্ত উন্নত করা হবে, সী পোর্ট, টানেল,ফ্লাইওভার, পোর্ট কানেক্টিং রোডের কাজ শেষ হলে চট্টগ্রাম হবে সিঙ্গাপুরের চেয়েও উন্নত।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)