জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সাথে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা মতবিনিময় অনুষ্ঠিত
সৈয়দ মোঃ নজরুল ইসলাম ঃ বোয়ালখালী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সাথে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বোয়ালখালী উপজেলার আইন শৃংখলা সহ বিভিন্ন বিষয় প্রশাসনিক সমস্যা ও তার মেয়াদের কাজের পর্যালোচনা এবং কিছু ইস্যু অবশেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৮-আসনে সংসদ সদস্য হিসেবে ডাঃ আবু নাসের মনোনয়ন ঘোষণায় আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করান।
১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতিমা চৌধুরী।
বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী আমির ডাঃ খোরশেদুল আলম, নায়েবে আমির ডাঃ আবু নাসের, সেক্রেটারি, ইমাম উদ্দিন ইয়াসিন, উপজেলার অর্থ সম্পাদক আব্দুল মান্নান, বোয়ালখালী পৌরসভার সেক্রেটারি, জাহাঙ্গীর আলম, কর্ম পরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাইদুল আলম, বিশিষ্ট সমাজসেবক মো: মোসলিম প্রমুখ ও উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দকে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন বোয়ালখালী সকলস্তরের সহযোগিতায় প্রশাসন কাজ করেন। তিনি আরও বলেন আমার ভুল ত্রুটি হলে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। বোয়ালখালী উপজেলার সকলের সহযোগিতা আজীবন স্মরণ করব। আমার জন্য সকলের আশীর্বাদ কামনা করেন তিনি। সভায় ইউএনওর বিদায়ের উপলক্ষে একটি শিশু আবৃত্তি পরিবেশন করেন।
Oplus_131072
বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দগণের মতবিনিময় সভার একাংশ।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)