
দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি অনুমোদন করায় বোয়ালখালীতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম দক্ষিনজেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বোয়ালখালীতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম এর নেতৃত্বে মিছিল বের হয়।
উপজেলার গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে গোমদন্ডী ফুলতল গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত এক সমাবেশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আজগর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন, আলহাজ্ব মোঃ জাকির হোসেন, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি আবু আকতার, দক্ষিণ জেলা বিএনপি সহসভাপতি মোঃ জসিম উদ্দিন মেম্বার, পৌরসভা যুবদলের সভাপতি মোঃ লোকমান, কাস্তুরী হোটেল এন্ড রেস্টুরেন্টে পরিচালক মোঃ লোকমান, এমরানুল হক জিকু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আবদুল ছাত্তার প্রমুখ সহ এতে বোয়ালখালী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন দীর্ঘদিন পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র পরীক্ষিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করে চট্টগ্রাম দক্ষিণ জেলায় আহবায়ক কমিটি অনুমোদন করায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মীর হেলালকে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও বোয়ালখালী উপজেলা বিএনপির পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন চট্টগ্রাম দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মীর হেলাল ও চট্টগ্রাম মহান বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি থাকবো ইনশাল্লাহ।
বক্তারা আরও বলেন গত ১৭ বছর ও দীর্ঘদিন যাবত দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং পরীক্ষিত নেতা শওকত আলমকে বোয়ালখালী উপজেলা বিএনপি সভাপতি হিসেবে আমরা দেখতে চাই।

Oplus_131072