শোক সংবাদ
প্রবীন শিক্ষক মৃনাল কান্তি মোহরের আর নেই আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবেনা ভূলিতে। যারা মানুষ গড়ার কারিগর,যারা নুতন আলোর পথে দেখায়, সে রকম একজন শিক্ষক ছিলেন মৃনাল কান্তি মোহরের। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অতি দক্ষতা সাথে প্রধান শিক্ষকের দায়ীত্ব পালন করেছিলেন । দীর্ঘ জীবনের অবসান ঘটিয়ে আজ২জুলাই সকাল ১০.২৫মিঃ সময় ইহলোক ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে পরলোকে গমন করেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২পুত্র,১মেয়ে সহ বহু গুনগ্রাহী,রেখে যান। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা শোক জানান।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)