ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা, প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগি, সমাজসেবক, হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফটিকছড়ি উপজেলা শাখার উপদেষ্টা মোজাহেরুল হক চৌধুরী আজ ৩ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ঃ৫ মিনিটের সময় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ বাদ মাগরিব পাটিয়ালছড়ি স্কুল ময়দানে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৬ মেয়ে, দুই ছেলেসহ বহু আত্মীয় সজন ও গুনগ্রাহি রেখে যান। তার মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল বশর, ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাহাফুজ উল্লাহ চৌধুরী সুমন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)