
বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবর্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ঃ বোয়ালখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবর্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
শনিবার ৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় শেখ কামাল এর জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, অন্যান্যরা উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিউল আজম সেফ, উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও দপ্তরে কর্মচারি বৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে শেখ কামালের জীবনের দেশ প্রেম, জীবনযাপন ও আদর্শ তুলে ধরেন। সভা শেষে দোয়া মুনাজাত করা হয়।
সভার আগে উপজেলার বিভিন্ন দপ্তর উপজেলা পরিষদের প্রাঙ্গণে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা হলেন, বোয়ালখালী থানা, উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালখালী পৌরসভা সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম, শ্রদ্ধা নিবেদন করেছেন।
কমেন্ট করুন