বোয়ালখালীর স্কুল শিক্ষার্থী আমিনা আক্তার ও
প্রাঞ্জল বড়ুয়া সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব লাভ
নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীর ২ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে কৃতিত্ব লাভ করেছে। বাংলাদেশ স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪×১০০ মিটার রিলে সাঁতার (বালিকা বড়) ২য় স্থান অর্জন করেছে বোয়ালখালী উপজেলার ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আমিনা আক্তার, (বালক বড়) ৩য় স্থান অর্জন করেছে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল বড়ুয়া।
২৭ অক্টোবর সকাল ৯টায় বরিশাল ব্যাপ্টিষ্ট মিশন স্কুলের পুকুরে এ প্রতিযোগিতা শুরু হয়।
কৃতিত্ব অর্জন কারী ২শিক্ষার্থী আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে সাঁতারে কৃতিত্ব বয়ে আনার জন্য সকলের দোয়া/আশীর্বাদ কামনা করেন।
আমিনা আক্তার মোহাম্মদ আমির হোসেন ও কুসুম আক্তারের কন্যা এবং প্রাঞ্জল বড়ুয়া শিক্ষক প্রজীব বড়ুয়া ও শিক্ষিকা প্রগতি বড়ুয়ার ছেলে।
তাদের এ কৃতিত্ব অর্জনে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া, বোয়ালখালী সংবাদ পত্রিকা সম্পাদক ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শুভ কামনা করে অভিনন্দন জানিয়েছেন।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)