বোয়ালখালীতে চোরাই গরু উদ্ধার আটক-৩
সি এন জি জব্দ
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে সি এন জি করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসির সহায়তায় ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় চুরি করা একটি গরু উদ্ধার ও চোরাইকাজে ব্যবহৃত সি এন জি’টি জব্দ করে পুলিশ। ১১ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ গুচ্ছগ্রামস্হ ফুতামুরা মাজারের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও চোরাইকৃত গরুর মালিক অংসাচিং মার্মার সাথে কথা বলে জানাযায়- উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ গুচ্ছগ্রামের পাশে তার একটি গরুর খামার রয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার রাতে এলাকাবাসী মারফত খবর পায় যে সে খামার হতে ৩ যুবক সি এন জি করে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে সঙ্গীয় অন্যান্যদের সহায়তায় গুচ্ছগ্রামস্হ ফুতামুরা মাজারের সন্নিকটে আটকানো হয় তাদের। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের মোবাইল টিম চোরাইকৃত গরু ও ৩ যুবক সহ চোরাই কাজে ব্যবহৃত সি এন জি’টি জব্দ করে। আটককৃতরা হল-পটিয়া উপ্তজেলার নলান্দা কোলাগাঁওয়ের বশির আলমের পুত্র রাশেদুল আলম (২৭) একই উপজেলার ভাটিখাইনের চিত্ত রন্জন দের পুত্র বাবুল দে ও বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীস্হ গোয়াজ তালুকদার বাড়ির মোঃ ইউনুছের পুত্র মোঃ ইলিয়াছ। পরে খামারের মালিক রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার বাসিন্দা অংসাচিং মার্মা বাদী হয়ে এ ৩ যুবক সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধৃতদের জেল হাজতে প্রেরণ করে।
এর সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন-গরু চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় অভিযুক্ত আটকদের পুুলিশ হেফাজতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)