বোয়ালখালীতে টি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মোছলেম উদ্দিন
বোয়ালখালী প্রতিনিধিঃ একটি চারা, একটি স্বপন, অক্সিজেনের করি বপন, এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন টি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি ।
রবিবার (৮ আগস্ট) সকালে বোয়ালখালী প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচি র উদ্বোধন করেন।
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপদেষ্টা সদস্য হাজি ইলিয়াছ জাফর, টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক, উপদেষ্টা গোলাম আয়াজ, হিমাদ্রি রাহা, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফারুক ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, নেজাম উদ্দিন, শাহা আলম বাবলু প্রমূখ।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
কর্মসূচী উদ্বোধনের সময় স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, পরিবেশের অকৃত্রিম বন্ধু গাছ। আমাদের নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার দু’পাশ, বাড়ির পাশে পড়ে থাকা অনাবাদী জায়গায় বেশি করে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা লাগানো উচিত।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে। সেই উন্নয়নের জন্যই আমাদের এই কর্মসূচি।
সবাই মিলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরো সোনার সবুজ বাংলা করি।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)