বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালী উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আবু নাছেরসহ বিভিন্ন দপ্তরের, সমাজিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ডাঃ আবু নাছের বলেন বোয়ালখালী উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ তৈরি করা জন্য প্রশাসনের উদ্যোগে নেওয়ার অনুরোধ জানান।
নামাজে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নামাজে ইমাম মতি করেন হাফেজ মাওলানা আবদুল কাদের।
বোয়ালখালী উপজেলা বিভিন্ন এলাকায় ঈদুল ফিতরের নামাজ দক্ষিণ আকুবদন্ডী এলাকায় সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সংবাদ এর সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম সহ শতশত মুসল্লী অংশ নেন। নামাজে দেশ ও জাতীর জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
বোয়ালখালী থানা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার সহ পুলিশ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)