ম্যাফ টি-১০ চ্যাম্পিয়ন লীগ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত
আপডেট করা হয়েছে
শনিবার, ১২ নভেম্বর, ২০২২
ম্যাফ টি-১০ চ্যাম্পিয়ন লীগ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ম্যাফ টি-১০ চ্যাম্পিয়ন লীগ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ ফাইনাল খেলায় ৭রানে এফ জি ওয়ার হাউজ চ্যাম্পিয়ন।
শনিবার ১২ নভেম্বর সকালে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বোয়ালখালী স্টেডিয়ামে) ম্যাফ টি-১০ চ্যাম্পিয়ন লীগ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত
এ টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো: জহুরুল ইসলাম জহুর, ম্যাফ সুজ লি: পরিচারক মো: শাহাদাৎ উল্লাহ’র সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাফ সুজ লি:’র ডিজিএম মো: আতাউর রহমান, এজিএম মো: রেজাউল করিম, মো: জাহাঙ্গীর চৌধুরী। বোয়ালখালী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, সদস্য সাইফুউদ্দিন খালেদ, ম্যাচ পরিচালনা কমিটির আহবায়ক এস এম তানভীর, সদস্য সচিব টিপু চৌধুরী, আম্পায়ার দায়িত্ব ছিলেন মো: পারভেজ, মো: আজাদ, র্থাড আম্পায়ার বাপ্পি, ম্যাচ রেপারি বাহাদুর, ধারাভাষ্যকারে ছিলেন সৈয়দ জসিম উদ্দিন।
প্রথমবারের মতো ম্যাফ টি-১০ চ্যাম্পিয়ন লীগ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এ মোট ৩০টি টিম অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলায় কোয়ালিটি বনাম এফ জি ওয়ার হাউজ দশ ওভারে ১৪৫ রান করে, আর অপরদিকে কোয়ালিটি দশ ওভারে ১৩৯ রান নিন। ফলে ৭ রানের ব্যবধানে জয়লাভ করে এফ জি ওয়ার হাউজ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা, রানারস আপ ৩৫ হাজার টাকা পুরস্কার পুরস্কার হাতে তুলে দেন অতিথিগণ।
কমেন্ট করুন