চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ টিপু শীল (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ৬ মে, বুধবার দুপুরে গাছবাড়িয়া পোস্ট অফিসের সামনে থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহামুদুল হাসান মামুন।
গ্রেফতার টিপু শীল চন্দনাইশ উপজেলার খাঁনহাট এলাকার গণেশ চন্দ্র শীলের ছেলে। টিপু শীলের বিরুদ্ধে চন্দনাইশ ও পতেঙ্গা থানায় দুইটি মামলা রয়েছে বলে তথ্য দেন মো. মাহামুদুল হাসান মামুন।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, টিপু শীল অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসার ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান চলছে বলে জানান লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)