লামা পৌর নির্বাচনে প্রার্থী যারা ?
মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতাঃ
বান্দরবানের লামা পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শেষ দিনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, বিএনপি-সমর্থিত প্রার্থী মোঃ শাহীন, জাতীয়পার্টি প্রার্থী এটিএম শহীদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত আসন-১ মহিলা কাউন্সিলর (১,২ ও ৩নং ওয়ার্ড) পদে সাকেরা বেগম, রোকেয়া খানম কেয়া ও শ্যামলী বিশ্বাস, সংরক্ষিত আসন-২ মহিলা কাউন্সিলর (৪,৫ ও ৬নং ওয়ার্ড) পদে জোসনা বেগম ও মরিয়ম বেগম (আ’লীগ), সংরক্ষিত আসন-৩ মহিলা কাউন্সিলর (৭,৮ ও ৯নং ওয়ার্ড) পদে মাজেদা বেগম, জাহানারা বেগম (আ’লীগ), রোজিনা আক্তার ও মোছাঃ সুমনা আক্তার মনোনয়ন ফরম দাখিল করেছেন।
সাধারণ ওয়ার্ড ১ কাউন্সিলর পদে মোঃ ফরিদ মিয়া, স্বপন কুমার দে (আ’লীগ) ও বশির আহম্মদ, সাধারণ ওয়ার্ড ২-এ মোঃ হোসেন বাদশা (একক প্রার্থী), সাধারণ ওয়ার্ড ৩-এ মোঃ সাইফুদ্দিন, মোঃ সাখাওয়াত হোসেন (আ’লীগ), ওসমান গনি শিমুল, সাধারণ ওয়ার্ড ৪-এ মোঃ রফিক (একক প্রার্থী), সাধারণ ওয়ার্ড ৫-এ আবু সালাম, মোঃ আবুল হোসেন, আলী আহম্মদ (আ’লীগ), মোঃ ইসমাইল, সাধারণ ওয়ার্ড ৬-এ মমতাজুল ইসলাম (আ’লীগ), মোঃ ফজর আলী, মোঃ জাকির হোসেন, সাধারণ ওয়ার্ড ৭-এ মোঃ সোহরাব হোসেন, মোঃ কামাল উদ্দিন (আ’লীগ), সাধারণ ওয়ার্ড ৮-এ মোঃ ইউছুপ আলী, মোঃ জহির হোসেন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আলাউদ্দিন (আ’লীগ), মোঃ ইউছুপ আলী, সাধারণ ওয়ার্ড ৯-এ মংএ মার্মা, মোহাম্মদ মনজুর আলম, উশৈইথোয়াই মার্মা (আ’লীগ), মোঃ এরশাদ মিয়া মনোনয়ন ফরম দাখিল করেছেন।
এদিকে ২নং ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় মোহাম্মদ হোসেন বাদশা ও ৪নং ওয়ার্ডে একক প্রার্থী হিসাবে মোঃ রফিক বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে। লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ হাজার ০০৩ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৩৮৬ জন। এই পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রে ৩৯টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ছবির ক্যাপশনঃ ১. লামা (বান্দরবান) লামা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মো. জহিরুল ইসলাম, মোঃ শাহীন ও এটিএম শহীদুল ইসলাম।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)
কমেন্ট করুন