যাত্রী সাধারনের সুবিধার্থে মেয়াদোত্তীর্ণ কালুরঘাট রেলসেতুর ইজারা ও টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করুনঃ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
নিজস্ব প্রতিবেদকঃ কালুরঘাট রেল সেতু পারাপারে মুমূর্ষু রোগীর দূর্বিষহ আর্তনাদ এবং শেষতক মৃত্যু, যাত্রী সাধারনের শ্রম-সময় ঘন্টা নষ্ট, গণ পরিবহনের ভাড়া নৈরাজ্যে যাত্রী হয়রানী হতে রেহাই পেতে রেল কর্তৃপক্ষ কর্তৃক সম্প্রতি নেয়া মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর কালুরঘাট রেল সেতুর ইজারাদার নিয়োগ, টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য রেল কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
এসময় বোয়ালখালী তথা এতদাঞ্চলের গণ মানুষ ও যাত্রী সাধারনের কল্যাণের কথা চিন্তা করে রেল কর্তৃপক্ষ যদি উল্লেখিত দাবী মেনে না নেন তাহলে অচিরেই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি যুগোপযোগী ও বৃহত্তর কর্মসূচির পথে এগিয়ে যাবেন বলেও ঘোষণা দেয়া হয়।
৪ জানুয়ারী, শনিবার, বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলা সদরস্থ একটি বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এ কথা বলেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতি বোয়ালখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বদীপ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির জেলা নেতা সৈয়দ মোঃ নজরুল ইসলাম।
এসময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সহ সভাপতি ফারুক ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সদস্য শাহ আলম বাবলু, বিপ্লব জলদাস, রাজীব ধর।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী শাখার নেতৃবৃন্দদের পক্ষে উপস্থিত ছিলেন-সহ সভাপতি ইব্রাহিম তালুকদার, পল্টু কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এড. তৌহিদ খন্দকার, সমিতির নেতা আকরাম হোসেন দুলাল, এম মুহিউদ্দিন আহমদ, মোহাম্মদ বেলাল হোসেন, মো: মাহফুজ, মো: শিহাব উদ্দিন প্রমুখ।
ডিজাইন: নাগরিক আইটি (Nagorikit.com)